** জ্ঞানের সাগর** দিলীপ কুমার পাত্র
এই সাগরে মাছো তো নেই
নেই তো নোনা জলও
দামোদর নদ কেমন করে
পেরিয়ে যান বলো?
মাতৃভক্তির টানে তিনি
করলেন এমন কাজও
তাইতো তিনি স্মরণীয় আজ
হৃদমাঝারে আজও।
কার সাহেবের বদলা নিতে
উঠলো সাগর মেতে
এমন সাগর দেখে তিনি
গেলেন ভীষণ ক্ষেপে!
সাগর কোথায় খুঁজছো তুমি
এসো আমার সাথে
দয়া জ্ঞান করুণা আছে
প্রমাণ হতে নাতে ।
বর্ণপরিচয়, বোধোদয়
পুস্তকেরও অক্ষর
বিধবাদের মোছান অশ্রু
গর্জায় যে কন্ঠস্বর।
নারী শিক্ষার প্রসারে তে
তরঙ্গ উঠলো সাগরে
এমন সমাজ সংস্কারক কে
রাখবো সবার ওপরে ।
এই সাগরের আজো আমি
পেলাম না তো তলও
এমন সাগর দেখতে গেলে
বীরসিংহে চলো
0 Comments