ঝাড়খন্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে শহীদ সিআরপিএফ ১৮৩ ব্যাটেলিয়নের এ.এস.আই সুনীল মন্ডল। শহীদ এ.এস.আই সুনীল মন্ডলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গাছউপড়া গ্রামে। শনিবার ঝাড়খন্ডে জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহীদ হন জওয়ান। রবিবার রাত্রে গোয়ালতোড় এর বাড়িতে শহীদ জওয়ান এর দেহ এসে পৌঁছায়। শেষকৃত্য করার আগে গার্ড অফ ওনার দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। গোয়ালতোড় এলাকাতেই রয়েছে সিআরপিএফের একটি ক্যাম্প। সেখানকার আধিকারিকরাও শহীদ জওয়ানের বাড়িতে পৌঁছান। সুনীল মন্ডলের শহীদ হওয়ার খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই গোটা গ্রাম এবং পরিবার শোকস্তব্ধ।
0 Comments