আটদিন ব্যাপী কালই মহানাম যজ্ঞের শুভ সূচনা হল শুক্রবার

 আটদিন ব্যাপী কালই মহানাম যজ্ঞের শুভ সূচনা হল শুক্রবার


এক বছর দু বছর করতে করতে ২৪  তম বর্ষে পদার্পণ করল কালই  মহা নাম যজ্ঞ। এই নাম সংকীর্তনের অনুষ্ঠান আট দিন ধরে চলে। শুক্রবার বর্ষাকে উপেক্ষা করে মহাসমারয়ে এ বছরের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রায় ২২ টি গ্রামের মানুষের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠান হয়ে থাকে। পিংলা,  পাঁশকুড়া এবং ময়না ব্লকের সংযোগস্থলে এই মেলা চলায় তিনটি ব্লকের ভক্তরা এই মেলায় উপস্থিত হয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানান সংগঠনের সদস্যরা। গতকাল মহাসমারহে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। সকল ভক্তদের জন্য শেষ দিনে অন্নপ্রসাদের ব্যবস্থা থাকবে বলে জানা যায়। এই মেলা সকল ধর্মের মানুষের অবাধ যাতায়াত বলে জানা যায়। তিনটি ব্লকের ভক্তরা সহ অন্যান্যরা  আট দিন ধরে এই মেলা উপভোগ করবে।

Post a Comment

0 Comments