বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের ছবি তমলুক জেলা কার্যালয় থেকে সরিয়ে পুড়িয়ে ফেলা হলো।
হলদিয়ার বিজেপি বিধায়ক তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপসী মন্ডল তৃণমূল কংগ্রেসের যোগদান করায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপির নেতৃত্বরা সমর্থকরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে বিজেপির জেলা কার্যালয়ে তাপসী মন্ডলের থাকা ছবি ফ্লেক্স থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এমনকি তাকে মেঝেতে ফেলে পা দিয়ে লাথি মারা হয়। প্রয়াগ থেকে মহা কুম্ভের জল এনে জেলা কার্যালয় কে শুদ্ধ করা হয়। তাপসী মন্ডলের ছবি বা ফ্লেক্স আগুন দিয়ে পোড়ানো হয়। পাশাপাশি তমলুক বিজেপির জেলা কার্যালয়ে লাইট দিয়ে সাজানো হয়। বিজেপির নেতৃত্বরা জানাবেন বিজেপির কার্যালয় জঞ্জালমুক্ত হল।
0 Comments