ময়নার চরণদাসচকে বাইক দুর্ঘটনা মৃত দুই যুবক।।

 ময়নার চরণদাসচকে বাইক দুর্ঘটনা মৃত দুই যুবক।। 


পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানায় দোলের রাত্রিতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই বাইক আরোহীর। ময়নার চরণদাসচকে, ময়না বলাইপন্ডা সড়ক রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে । ময়না থানার পুলিশ আহত দুই বাইক আরোহীকে গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  নিয়ে গেলে চিকিৎসকরা দুই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে। মৃতদের বাড়ি ময়নার থানার কিশোরচক গ্রামে । মৃত দুই বাইক আরোহীর নাম রঞ্জিত মান্না ও মানিক মান্না। দুজনে প্রতিবেশী দুই ভাই ।। বাড়ি থেকে বলাইপন্ডা বাজারে আসবে বলে বেরিয়েছিল বলে সূত্র মারফত জানা যায় । ময়না থানা থেকে দুর্ঘটনায় আহত যুবকদের এলাকার লোকজনকে বিষয় টি জানায় পুলিশ।। মৃত যুবকের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত দুই যুবকের বাড়িতে গিয়ে সমবেদনা জানান  লালুয়াগেড়িয়া সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা, নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যৎ হাজরা, প্রাক্তন প্রধান এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য কালিপদ মন্ডল, কিশোরচক গ্রামের পঞ্চায়েত সদস্যা অয়ন্তিকা দাস ঘোড়াই, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম জালুয়া সহ অন্যান্যরা।

Post a Comment

0 Comments