ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । জানা যায় মৃত ব্যক্তির নাম নির্মল কান্ডার। পিতা ঈশ্বর ক্ষীতেন্দ্র কান্ডার । বাড়ি ময়না ব্লকের চান্দিবেনিয়া গ্রামে। বয়স আনুমানিক ৫৫ বছর । আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মাছের ঝিলে জাল টানার জন্য অনেক জন উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে একজন জানান সকাল আটটা নাগাদ আমরা খাওয়া-দাওয়ার পর সবাই মাছ ধরার জন্য পাড় বরাবর যাচ্ছিলাম। হঠাৎই ওই ব্যক্তি জলে পড়ে যায় পাড় থেকে । তৎক্ষণাৎ সবাই তাকে তাড়াহুড়া করে জল থেকে তুলে গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। জানা যায় এই টিমের সঙ্গে এই প্রথম ওই ব্যক্তি কাজে এসেছিল। গতকাল রাত্রিতে ফোন নাম্বার নিয়ে আজ সকালে প্রথম কাজে যায়। এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
0 Comments