আর দেখা যাবে না দক্ষতার সঙ্গে ময়নার নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর দেখা যাবে না পাঁচ পুকুরিয়া পথের সাথী ক্লাবের সদস্যদের নিয়ে এলাকায় সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে। গতকাল ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম গ্রাম পঞ্চায়েতের ভিআরপি সুপারভাইজার কার্তিক কাজলি মহাশয় প্রয়াত হয়েছেন। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার, আত্মীয়বর্গ, সহকর্মী, বন্ধুবর্গ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আজ সকাল ৯ঃ০০ টায় পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে প্রয়াত কার্তিক কাজলি মহাশয়কে প্রথমে নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতে, তারপরে নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পার্টি অফিসে, তারপরে পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবে এবং সবশেষে নিজের বাড়িতে আনা হয়। প্রত্যেকটি জায়গায় কয়েকশো মানুষ উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। প্রয়াত কার্তিক কাজলী মহাশয়ের বাড়ি পাঁচপুকুরিয়া গ্রামে। বয়স আনুমানিক ৩৪ বছর। শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে উপস্থিত ছিলেন নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ, উপ-প্রধান প্রদ্যত হাজরা, ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, প্রাক্তন প্রধান ও বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য কালিপদ মন্ডল , গ্রাম পঞ্চায়েত সদস্য শক্তিপদ বেরা, মহাদেব জালুয়া, গ্রাম পঞ্চায়েত সদস্যা অন্তিকা দাস ঘোড়াই, লালুয়াগেড়িয়া সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা, সমাজসেবী চন্দন মন্ডল, শিক্ষক শুভাশিস সাঁতরা, ভি আর পি কর্মী সংগঠনের পদাধিকারী ব্যক্তিবর্গসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
0 Comments