পুকুরের জলে পড়ে মৃত্যু আনুমানিক ৩০-৩৫ বছরের যুবকের

 পুকুরের জলে পড়ে মৃত্যু আনুমানিক ৩০-৩৫ বছরের যুবকের


ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ং কিয়ারানা গ্রামের বাসিন্দা, গুরুপদ জানার পুত্র রাজু জানা জলে পড়ে মৃত্যু হয়। আড়ং কিয়ারানা গ্রামের মাজিদের শিব মন্দিরের পিছনের পুকুরে মৃত রাজু জানাকে জলে ভাসতে দেখা যায়। হঠাৎই এলাকার মানুষের চোখে পড়ে আজ প্রায় দুপুর দুটো নাগাদ। অনুমান করা হচ্ছে গতকাল রাত্রে কোনো ভাবে জলে পড়ে যায়। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ব্রজ গোপাল ধাড়া জানান রাজু জানা বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।  ঘটনাস্থলে গিয়ে ময়না থানার পুলিশ মৃতদেহ  উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments