ময়না সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তিলখোজা মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হল ইফতার পার্টি। পবিত্র ঈদ উপলক্ষে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত হল ইফতার পার্টি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীব্রত দাস , ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস, তৃণমূলের জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি, জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মানস দাস, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ মামনি জানা, ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, ময়না রাজ পরিবারে সদস্যা শ্রাবণী বাহুবলিন্দ্র, তিলখোজা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহানা বেগম, ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ।
0 Comments