স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র।

 স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। 


ময়না ব্লকের চংরা গ্রামে লাভ স্টার সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী নীল সরস্বতী পূজা ও স্বেচ্ছায় রক্তদান শিবির। আনুষ্ঠানিক ভাবে আগামীকাল নীল সরস্বতী পূজার শুভ উদ্বোধন হলেও আজ অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, বৃক্ষ বন্ধু দিলীপ কুমার পাত্র, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা দে এবং বাদল আদক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবার্গরা। রক্তদাতাদের হাতে  গোলাপ ফুল তুলে দিলেন বিশিষ্ট অতিথিবর্গরা। একটি গাছ একটি প্রাণ এই কথাকে মাথায় রেখে প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে ফুলের চারা তুলে দেওয়া হল। ময়না পঞ্চায়েত  সমিতির সদস্য প্রতিমা দে নিজেও রক্ত দান করেন।।

Post a Comment

0 Comments