এলাকায় মদ এবং মাদকদ্রব্য প্রসার বন্ধের দাবিতে কোলাঘাট থানায় ডেপুটেশন

 এলাকায় মদ এবং মাদকদ্রব্য প্রসার বন্ধের দাবিতে কোলাঘাট থানায় ডেপুটেশন


কোলাঘাট থানার অন্তর্গত মেছেদা এলাকায় নতুন করে মদের দোকান খোলা সহ মাদকদ্রব্যের প্রসার বন্ধের দাবিতে কোলাঘাট থানায় ডেপুটেশন দিল ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন  AIDYO, মহিলা সংগঠন AIMSS। উপস্থিত ছিল সঞ্জয় মান্না, শুভজিৎ অধিকারী, প্রতিমা জানা সহ ৭ জনের প্রতিনিধি দল। মহিলা সাংস্কৃতিক সংগঠন এর জেলা সম্পাদিকা প্রতিমা জানা বলেন এলাকায় যেভাবে নতুন করে মদের দোকান খোলার অনুমতি সরকার দিচ্ছে এতে এলাকার সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তেমনি তরুণ বয়সে ছাত্রদের মধ্যে এবং মদ আসক্ত ব্যক্তির সংখ্যাও বৃদ্ধি পাবে। ফলে বহু ছাত্র যুবক যারা এদেশের ভবিষ্যৎ তারাও নষ্ট হবে এবং নারী নিরাপত্তা বিঘ্নিত হবে। ফলে এলাকায় নতুন করে মদের দোকান খোলার লাইসেন্স বাতিল করতে হবে এবং যে ব্যাপক হারে মাদকদ্রব্যের প্রসার চলছে, সেই মাদকদ্রব্য সরবরাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

Post a Comment

0 Comments