ময়না ব্লকের ময়না হাসপাতাল মোড় এলাকায় জয় মাতাজি ভবনে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান অর্থাৎ মহাকুম্ভ পূর্ণার্থী সম্মান সমারোহ । সৌজন্যে ছিলেন বিশিষ্ট অভিনেতা কৌশিক অধিকারী। কৌশিক অধিকারী জানান ময়না থেকে যারা কুম্ভে গিয়ে পুণ্য অর্জন করে এসেছেন তাদের নিয়ে আজ এই এক মিলন উৎসব। তিনি আরও জানান ময়না থেকে বহু মানুষ কুম্ভে গিয়েছিলেন , তাদের মধ্যে যাদের পেয়েছি তাদের নিয়ে এই মিলন উৎসব। কুম্ভের অভিজ্ঞতা, কুম্ভ পুর্ণার্থীদের আবারও সাক্ষাৎ সহ যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। এই প্রসঙ্গে বিশিষ্ট অভিনেতা কৌশিক অধিকারী সহ অন্যান্যরা কি বললেন শোনাবো আপনাদের।
0 Comments