ময়নার কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে সুস্নাত ঘোড়াইকে সম্বর্ধনা |

 ময়নার কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে সুস্নাত ঘোড়াইকে সম্বর্ধনা |


ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি  ক্রীড়া ক্ষেত্রেও এলাকার গর্ব। বিদ্যালয়ের ছাত্র সুস্নাত ঘোড়াই রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় বল ছোঁড়াতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বিদ্যালয়ের উদ্যোগে  ক্রীড়া ক্ষেত্রে কৃতি ছাত্র সুস্নাত ঘোড়াইকে  সংবর্ধনা দেওয়া হল। এছাড়াও অঞ্চল, চক্র, মহকুমা এবং জেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
উপস্থিত ছিলেন ময়না ব্লক এর মিড ডে মিল বিভাগের সুপারভাইজার সুকান্ত বেরা, সুস্নাত ঘোড়াই এর বাবা সুকান্ত ঘোড়াই, মা সঙ্গীতা ঘোড়াই, বিদ্যালয়ে প্রধান শিক্ষক কালো বরণ শীল, সহকারি শিক্ষক ভক্তি ভুষণ মনি, নিমাই চাঁদ ঘোড়াই, দেবাশীষ পড়িয়া, নান্টু মন্ডল, দীপঙ্কর ফদিকার, ক্রীড়া বিভাগের শিক্ষক নিমাই সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Post a Comment

0 Comments