ময়নার লালুয়াগেড়্যায় রাধাগোবিন্দ মহামিলন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন

 ময়নার লালুয়াগেড়্যায় রাধাগোবিন্দ মহামিলন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন


ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়াগেড়্যা গ্রামে রাধাগোবিন্দ মহামিলন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান শুভ উদ্বোধন হল।  আয়োজনে লালুয়াগেড়্যা উৎসব কমিটি। স্থান লালুয়াগেড়্যা বেলতলা পার্শ্বস্থ মাঠ। বুধবার  সকাল ৭ টায়  শ্রীখোল করতাল, কাঁসর ঘন্টা, শঙ্খধ্বনি,ব্যান্ড পার্টি সহযোগে নগর পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হল। চলবে ২৩ শে মার্চ ২০২৫ রবিবার পর্যন্ত। এই প্রসঙ্গে উৎসব কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের।

Post a Comment

0 Comments