বলাইপন্ডা ব্যবসায়ী সমিতির বাৎসরিক সম্মেলন ও নবনির্মিত ভবনের উদ্বোধন।
ময়নায় বলাইপণ্ডা ব্যবসায়ী সমিতির ৩৬ তম বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল। ফিতে কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন উদ্বোধক জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস। অতিথিগণ প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে ৩৬ তম বাৎসরিক সম্মেলনের শুভ সূচনা করলেন। উদ্বোধক জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ছাড়াও উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রনজিত বল, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক, এলাকার পঞ্চায়েত সদস্য সুব্রত মালাকার, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বাড়ই, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক, কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ নির্মল মাইতি, শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীব্রত দাস, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের পরিচালন সমিতির সভাপতি মতিলাল মাইতি সহ বিশিষ্ট অতিথিবর্গরা। ব্যবসায়ী সমিতির বেশ কয়েকটি রুমের চাবি ভাড়াটিয়াদের হাতে তুলে দেওয়া হল এদিনের এই মঞ্চ থেকে। এলাকার পঞ্চায়েত সদস্য সুব্রত মালাকার তার বক্তব্যে অতিথিদের কাছে এলাকায় একটি আবর্জনা ফেলানোর জন্য ভ্যাট তৈরি করার পরামর্শ দেন। সেই সঙ্গে এলাকার জল নিকাশের ব্যবস্থা যাতে দ্রুত সম্পন্ন করা যায় সেদিকেও দৃষ্টি আকর্ষণ করলেন। পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত তার বক্তব্যে জানান ব্যবসায়ীরা যাতে দ্রুত খাস জায়গা ছেড়ে নিজস্ব জায়গায় তাদের ব্যবসা করতে পারেন সেদিকেই তাদের মঙ্গল। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যগণ সহ অন্যান্য অতিথিরা ব্যবসায়ী সমিতির উন্নয়নের পাশে থাকার বার্তা দেন।
0 Comments