ময়নায় কৃষ্ণ নাম যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত শুভেন্দু অধিকারী।
ময়না ব্লকের শ্রীকন্ঠা গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবনচক গ্রামে বেশ কয়েকদিন ধরে চলছে কৃষ্ণ কথা। শ্রী শ্রী গোপাল জিউ , শ্রী শ্রী রাধা মাধব জিউ ও রাধা কৃষ্ণের বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হল। পরিচালনায় ময়না কৃষ্ণ ভক্ত মিশন , ধর্মীয় সেবামূলক একটি প্রতিষ্ঠান। চার দিন ধরে এই অনুষ্ঠানের গতকাল ছিল শেষ দিন। জানা যায় এই মিলন উৎসব এবছর নবম তম বর্ষে পদার্পণ করেছে। সেদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরুর বিশেষ আহবানে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ময়নায় এসে শুভেন্দু অধিকারী তার বক্তব্যে মুসলিম সম্প্রদায়ের নাম না ধরে হিন্দুদেরকে এক জোট হয়ে প্রতিবাদ করার বার্তা দিলেন। সেই সঙ্গে আগামী রামনবমীতে সকল হিন্দু ধর্মের মানুষদের ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় নামার জন্য আহ্বান দিলেন। সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য তথা ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু জানান সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য । শুভেন্দু অধিকারীর হাত দিয়ে বেশ কয়েকজন কৃষ্ণ অনুরাগীদের হাতে গীতা তুলে দেওয়া হল।
0 Comments