বসন্ত উৎসব উপলক্ষে মহিষাদল প্রেস কর্নার আয়োজিত খুঁটি পূজা

 বসন্ত উৎসব উপলক্ষে মহিষাদল প্রেস  কর্নার আয়োজিত খুঁটি পূজা


শিক্ষা-সংস্কৃতির পীঠস্থান মহিষাদল। সেই মহিষাদলে শুরু হয়ে গিয়েছে বসন্ত উৎসবের কাউন্টডাউন। দেখতে দেখতে ১৬তম বর্ষে পৌঁছে গেল মহিষাদল প্রেস কর্নার আয়োজিত বসন্ত উৎসব। আগামী ১৪ মার্চ সকাল থেকে নাচে-গানে-কবিতায় ভরে উঠবে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসব।
শুধুমাত্র অনুষ্ঠান আয়োজনেই নয়, এই উৎসবের মাহাত্ম্য অনেক। যেখানে বাধা-বন্ধনহীন রঙের খেলায় মেতে ওঠেন লক্ষাধিক শিশু থেকে পুরুষ-মহিলা সকলেই। কলকাতা-সহ দূরদূরান্তের মানুষদের কাছে এই উৎসব এক অনন্য ঐতিহ্যের বার্তা বহন করে আসছে বছরের পর বছর ধরে। এবারের উৎসবে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেই আশাবাদী আমরা। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই অনুষ্ঠানে আসার বিষয়ে উৎসাহ প্রকাশ করেছেন।
এক দিনের এই উৎসবে চূড়ান্ত কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২ মার্চ রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে মঞ্চ বাঁধার কাজ ও উৎসবের শুভ সূচনা ঘটছে। ঐতিতহাসিক মহিষাদল শহরকে বসন্ত উৎসবের দিন যানজট মুক্ত রাখার গুরুদায়িত্ব এবার প্রশাসনের কাঁধে। থাকবে গাইড ম্যাপ। পর্যটকদের এই উৎসবে আসার আগে তাই গাইড ম্যাপ দেখে নেওয়ার আবেদন জানাই।
এবার বসন্ত উৎসব শুরু হচ্ছে 'বৈতালিক'-এর মধ্য দিয়ে সকাল ৭টায়। খোল করতাল সহযোগে পাম গাছের সারির মাঝে শহর পরিক্রমায় বৈতালিক এগিয়ে যাবে রবিঠাকুরের গানের মূর্ছনায়। এরপর সকাল ৮টা থেকে শুরু হবে 'নাচে-গানে-কবিতায়-পুরোটাই রঙিন' অনুষ্ঠান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে পুরুলিয়ার ধামসা-মাদলের তালে তালে আবিরের মূর্ছনায় ভরে উঠবে আম্রকুঞ্জ। নাচের তালে দুলে উঠবে হাজার হাজার মানুষ। ভেষজ আবিরে ভরে উঠবে গোটা চত্বর।
রাজ্যের বিভিন্ন প্রান্তের সেরা ২৪টি দল নাচে-গানে-কবিতায় ভরিয়ে তুলবে অনুষ্ঠান মঞ্চ। কলকাতার বেহালা, কসবা, মহেশতলা; উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পানিহাটি, বারুইপুর; হাওড়ার সালকিয়া, বালি; হুগলি সহ নানান প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক শিল্পী এবারের বসন্ত উৎসবে অংশ নেবেন। আম্রকুঞ্জে হাজির লক্ষাধিক মানুষের পায়ের তালে আর আবিরের রঙে ভরে উঠবে গোটা চত্বর। দুপুর ২টোয় শেষ হবে দিনের অনুষ্ঠান।
পরবর্তী সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু হচ্ছে সাড়ে ৫টায়। নাচে-গানে-কবিতায় মধুর সন্ধ্যাকালীন অনুষ্ঠানের মাঝে ৭টায় আয়োজিত হবে গুণীজন সংবর্ধনা। রাত্রি ৮টায় মঞ্চ মাতাতে আসছেন 'রং তুলি' ফোক ব্যান্ড।

Post a Comment

0 Comments