পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ডেরা গ্রামে মসজিদ করাকে কেন্দ্র করে জায়গার বিবাদে জড়িয়েছিল দুই গোষ্ঠী।

 পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ডেরা গ্রামে মসজিদ করাকে কেন্দ্র করে জায়গার বিবাদে জড়িয়েছিল দুই গোষ্ঠী।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মসজিদে জমি দাতা সেক আব্দুল রেজানুল বলেন, আমি ২০২৪ সালে আমি ১৯ ডেসিমাল  জায়গা স্থায়ী মসজিদ তৈরীর জন্য মসজিদে সৈয়দ সাহ রিজুয়ানুল হোদা নামের সংস্থাকে দান করেছিলাম। সেই জায়গায় স্থায়ী মসজিদ তৈরীর কাজ চলছে, ঐ জায়গায় ৫ বক্ত নামাজ পড়া হয়। পাশাপাশি জুম্মার নামাজও হয়। আমাদের গুরুদেবের উপস্থিতিতে ওখানে মসজিদ তৈরীর জন্য ভিত্তিস্থাপন হয়েছিল। আমরা চাই ঐ জায়গায় দ্রুত স্থায়ী মসজিদ গড়ে উঠুক। প্রায় দুশো'রও বেশি মানুষ ডেরাতে এই মসজিদে নামাজ পড়েন।


Post a Comment

0 Comments