শবদেহ নিয়ে শোভাযাত্রা, এ কেমন ধরনের পূজা

 শবদেহ নিয়ে শোভাযাত্রা, এ কেমন ধরনের পূজা


ময়না ব্লকের গড় ময়না গ্রামে বহু প্রাচীনকাল থেকে কালীপূজা ও মা শীতলা পূজা হয়ে আসছে। বাদ নেই গোষ্ঠ পূজাও । বহু প্রাচীনকাল থেকে অর্থাৎ  প্রায় একশোরও অধিক বছরের পুরানো এই গোষ্ঠ পূজা। গড়ময়না গ্রামের বাসিন্দা হীরালাল মাইতি জানান বহু পুরনো এই পূজা। সূর্য বিদায়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ সন্ধেবেলায় গ্রামের সীমানায় একজনকে মৃতদেহ সাজিয়ে শবদেহ শোভাযাত্রা সহকারে প্রদক্ষিণ করানো হয়। তারপর রীতি নীতি মেনে গোষ্ঠ পূজার সূচনা হয়। এই রীতি পূর্বপুরুষ থেকে গ্রামে চলে আসছে। যা দেখার জন্য গ্রামের প্রতিটি বাড়ির মানুষ বাড়ির দালানায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল।

Post a Comment

0 Comments