রাস্তাঘাট-জলনিকাশী সংস্কার সহ ১২ দফা দাবিতে নন্দকুমার বিডিও'র নিকট ডেপুটেশন এসইউসিআই (কমিউনিস্ট) দলের
নন্দকুমার বাজার থেকে নন্দকুমার হাইরোড, খঞ্চি থেকে ঠেকুয়া রাস্তা সংস্কার, খাল নাশাখাল সংস্কার করে জল নিকাশের সুবন্দোবস্ত করা, প্রকৃত প্রাপকদের বার্ধক্য ভাতা প্রদান, পুরশাঘাট ট্যাংরাখালীতে নদীর ওপর ব্রীজ নির্মাণ, মূল্যবৃদ্ধি রদ, স্মার্ট মিটার চালু না করা, মদ মাদকদ্রব্যের প্রসার বন্ধ, নারী নির্যাতন প্রতিরোধ সহ ১২ দফা দাবিতে আজ এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে নন্দকুমার বিডিওর কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। জয়েন্ট বিডিও শেখ আসলাম স্মারকলিপি গ্রহণ করেন। আন্তরিকতার সাথে তিনি দাবিগুলির প্রতি সহমত পোষণ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেন, পাশাপাশি সরকারের অক্ষমতার কথা জানান। বাস্তবে যা সরকারের জনবিরোধী নীতির প্রতিফলন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য অনুপ মাইতি, তপন জানা, সমীর করণ, আশীষ আচার, রমেশ চন্দ্র দিন্ডা, সনাতন দাস প্রমূখ। অনুপ মাইতি জানান ইতিপূর্বে কয়েক দফা ডেপুটেশন এবং গণস্বাক্ষর জমা দেওয়ার পর বিন্দুবাসিনী থেকে নিকাশি বাজার পর্যন্ত পিচ রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। বাকি ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার এবং জল নিকাশীর সংস্কার সহ ব্লকের অপুরিত দাবি গুলি আদায়ের জন্য গণ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো জানান নন্দকুমার ব্লকের দাবিগুলি সহ পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য দাবিগুলি নিয়ে আজ জেলা শাসককেও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আগামী ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে হাজার হাজার মানুষের আইন অমান্য কর্মসূচি হবে।
0 Comments