ময়না র বিভিন্ন দাবিতে BDO অফিসে SUCI(C) র ডেপুটেশন

 ময়না র বিভিন্ন দাবিতে BDO অফিসে SUCI(C) র ডেপুটেশন


২৬.০৩.২৫; ময়না: আজ ময়না বিডিও অফিসে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে বেশ কিছু দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। 
* বর্ষার পূর্বেই ময়নার সমস্ত খাল, স্লুইসগেট, বেহাল রাস্তাগুলি সংস্কার
* ঢেউভাঙ্গা সহ বিভিন্ন স্থানে স্থায়ী পাম্পিং স্টেশন নির্মাণ
* ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলি উন্নীতকরণ করা
* মূল্যবৃদ্ধি-স্মার্ট মিটার-মদের প্রসার-নারী নির্যাতন রোধ
সহ কয়েক দফা দাবিতে আজ BDO-র নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন মদন সামন্ত, সুব্রত বাগ, সিদ্ধার্থ শংকর রায়, জগদীশ মাইতি, সুদাম সাউ, নারায়ণ খাঁড়া সহ অন্যান্যরা। 
মদন সামন্ত বলেন প্রতি বছর বর্ষায় জমা জলে ময়নার মানুষ কষ্ট ভোগ করে। চাষের ফসল, মাছ প্রভৃতি নষ্ট হয়। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। অথচ বছর ঘুরে গেলেও প্রশাসন উপযুক্ত ব্যবস্থা করেনি। ময়নার দীর্ঘদিনের স্থায়ী পাম্পিং স্টেশনের দাবিও অপূরিত। এছাড়া মূল্যবৃদ্ধি-বিদ্যুতের দাম বৃদ্ধি-দুর্নীতিতে মানুষের জীবন জেরবার। এই সমস্ত দাবি সহ ২০ দফা দাবি বিডিও সাহেবকে জানানো হয়েছে। দাবি পূরণ না হলে ময়নার সাধারণ মানুষকে যুক্ত করে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলেন তিনি।  ডেপুটেশন শেষে হোগলাবাড়ি এলাকায় এই সমস্ত দাবি সহ বেশকিছু দাবিতে আগামী ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে আইন অমান্য সফল করার আহ্বান জানিয়ে একটি মিছিল সংগঠিত হয়।

Post a Comment

0 Comments