ঈদের প্রাক্কালে দুস্থদের পাশে অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

 ঈদের প্রাক্কালে দুস্থদের পাশে অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।


ময়নায় অবস্থিত অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বহুদিন ধরে কাজ করে চলেছে। আজ ঈদের প্রাক্কালে দুস্থদের  হাতে বস্ত্র তুলে দিলেন এই সংগঠন। সংস্থার কর্ণধার বলরাম গাতাইতের নিজগৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবর রহমান , এলাকার পঞ্চায়েত সদস্য রেবতী গাতাইত, সংস্থার সদস্য টিংকু সিনহা ,রাখাল চন্দ্র জানা, সমাজসেবী দুলাল জানা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। ঈদের প্রাক্কালে  বেশ কয়েকজন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হল। ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবর রহমান তার বক্তব্যে বলেন আমি হিন্দু , মুসলিম কিংবা বিজেপি ,তৃণমূল বুঝি না। দুঃস্থ মানুষদের পাশে এই সংস্থা রয়েছে তাই তাদের আহবানে আমি উপস্থিত হয়েছি।

Post a Comment

0 Comments