অবৈধ মদ ব্যবসা বনধের প্রতিবাদে থানার গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখাল মহিলারা

 অবৈধ মদ ব্যবসা বনধের প্রতিবাদে থানার গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখাল মহিলারা


গতকাল রাত্রি প্রায় নটার ঘটনা। ময়না ব্লকের অন্তর্গত নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং বাকচা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে কালিকাদাড়ি ,মির্জানগর  এবং চিরঞ্জীবপুর তিনটি গ্রামের সংযোগস্থলে বেশ কয়েকটি অবৈধ মদ দোকান গজিয়ে উঠেছে। গতকাল রাত্রি নটা নাগাদ এলাকার মহিলারা ময়না থানার পুলিশের গাড়ি আটকিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশের মদতে এইসব অবৈধ মদ দোকান গুলো চলছে , অবিলম্বে এইসব অবৈধ দোকানগুলো বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হয় এলাকার মহিলারা। প্রায় এক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ ।

Post a Comment

0 Comments