ময়নার জীবনমোড় এলাকায় সি আই টি ইউর ময়নার রেজিওনাল কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই টি ইউর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত পান্ডা, জেলা সম্পাদক কমিটির সদস্য শান্তনু দাস, ভরত মাইতি, চিত্ত খান, সমীর মাইতি, ময়না শাখার সভাপতি রাখাল দিন্ডা , ময়না শাখার সম্পাদক সন্তোষ সামন্ত সহ অন্যান্য দলীয় কর্মীরা । প্রথমে র্যালি, পরে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনকে তাজা করার বার্তা দেন।
0 Comments