ময়না ইলেকট্রিক অফিসে রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্টেশন ম্যানেজার

 ময়না ইলেকট্রিক অফিসে  রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্টেশন ম্যানেজার


জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ।
 রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।।
 এই ধারণাকে পাথেয় করে ময়না কাস্টমার কেয়ার সেন্টারে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। আজ সকাল ন'টায়  ময়না ইলেকট্রিক অফিসে  রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্টেশন ম্যানেজার জয়দেব ওঝা মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন  তমলুক ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার H R & A প্রশান্ত কুমার পিছলী, ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বাড়ই, ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বাগ,  সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ কোলে, সিনিয়র অফিস এক্সিকিউটিভ  দেবব্রত বেরা, জুনিয়র ইঞ্জিনিয়ার মলয় কুমার দাস, রেকর্ড সাপ্লায়ার  সুমিতা সাঁতরা, এসিস্ট্যান্ট ম্যানেজার কন্টাই  বাসুদেব দাস, টেকনিক্যাল স্টাফ সনৎ জানা, জাহির আব্বাস খান, সরোজ মাইতি ও অন্যান্য সহযোগী এজেন্সি স্টাফ,সমাজ বন্ধু রওশন মুন্সী, ধানক্ষেত পত্রিকার সম্পাদক তথা ময়না প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ফনীভূষণ পাত্র, সম্পাদক অসিত কুমার বেরা, সদস্য সুমন জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ  । ইলেকট্রিক অফিসে সারা বছর বিভিন্ন রকম কাজের ব্যস্ততা থাকে। তবুও মানব কল্যাণে ইলেকট্রিক অফিসের এই  প্রয়াস সত্যিই অভিনব।

Post a Comment

0 Comments