সমবায় নির্বাচনের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল

এবার পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি বড় মাপের সমবায় সমিতির পরিচালন কমিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দল শুরু হয়েছে। যা নিয়ে শুভেন্দুর গড়ে যথেষ্ট রাজনৈতিক শোরগোল পড়েছে। অভিযোগে উঠে আসছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বিজেপি সমর্থিত প্রার্থীর পবন চন্দ্র শীট, সুকুমার জানা, কাকলি দাস হয়ে প্রচার করছেন বলে অভিযোগ। যার প্রচারের হ্যান্ডবিল ইতিমধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে।যা নিয়ে রীতিমতো প্রতিবাদে স্বরব হয়েছে এলাকার তৃণমূলের বামুনিয়া ও দরিয়াপুর অঞ্চলের দুজন সভাপতি বাবুলাল গিরি ও দীপক গিরি। যদিও এই অভিযোগ ষড়যন্ত্র করা হয়েছে বলে বলা হচ্ছে উত্তম গোষ্ঠীর লোকজনের পক্ষে। কিন্তু এই বিষয়ে বিজেপি সম্পূর্ণ মুখে কুলুপ এঁটেছে। রহস্যের জল কতদূর গড়ায় তা দেখার জন্য অপেক্ষা করছে বিজেপি শিবির।
উল্লেখ্য কাঁথির দক্ষিণ পাইকবাড় কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন চলতি মাসের ২৩ তারিখ। ভোটার সংখ্যা প্রায় ৮০০। এই ভোট নিয়ে রাজনৈতিক ২ যুজুধান দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ব্যাপক ভোট ক্যাম্পেনিং চলছে। তারই মাঝে বিজেপি সমর্থিত প্রার্থী শতদল বেরার হয়ে উত্তম গোষ্ঠীর প্রচারের অভিযোগ যথেষ্ট তৃণমূলের অন্দরে সংঘাত দেখা দিয়েছে। এখন দেখার এই সমবায় নির্বাচনের ভোটাভুটির জল কোন দিকে গড়ায়।
0 Comments