কিয়ারানা M. S. K স্কুলে শিক্ষকের বিদায়

 কিয়ারানা M. S. K স্কুলে শিক্ষকের বিদায় 




ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শ্রদ্ধেয় শিক্ষক আলোক মাইতি মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। গতকাল বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি তথা পঞ্চায়েত সদস্য মানিক লাল মাইতি, স্থানীয় শিক্ষানুরাগী গোষ্ঠ বিহারী মান্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মাইতি, প্রাক্তন শিক্ষক ধীরাজ মন্ডল, নারায়ণ চন্দ্র বেরা বর্তমান শিক্ষক লক্ষণ চন্দ্র জানা, সুব্রত ঘোড়াই সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় বিদায় শিক্ষক আলোক মাইতি মহাশয় আবেগ প্রবণ হয়ে পড়েন। দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণা করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে এবং অতিথিবর্গের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মহাশয় কে স্মারক সম্মানে সম্মানিত করা হয় এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

Post a Comment

0 Comments