সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এ ধারণাকে পাথেয় করে সুস্থ সবল দেহ গঠন, পারস্পরিক সম্প্রীতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যে ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাকচা ওলাবিবি ঐক্যতান ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। স্থান - বাকচা করেদের ঘাট সংলগ্ন ময়দান।বাকচা ওলাবিবি ঐক্যতান ক্লাবের আয়োজনে মা ওলা বিবি পূজা উপলক্ষে স্বর্গীয় যতীন্দ্রনাথ ও স্বর্গীয়া রাধারানী পাছাড়ি স্মৃতি আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। গতকাল এই টুর্নামেন্টের শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ ,ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বাড়ই,সমাজ সেবী চন্দন মন্ডল, সমাজ সেবী সুশান্ত মিদ্যা ,সমগ্র অনুষ্ঠানের সভাপতি মোহন লাল ঘোড়াই, বাকচা গ্রাম পঞ্চায়েতের সদস্য দুলাল চন্দ্র বর্মন, খোকন মন্ডল, সুশান্ত বিজলি,সদস্যা অপর্ণা পাত্র ভৌমিক, ইন্দ্রানী ঘোড়াই, খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল, শিক্ষক মানব বর্মন সহ বিশিষ্ট অতিথিবর্গ।
0 Comments