ইংরেজ আমলের ঐতিহ্যবাহী ভূক্র্যাখালী কালী পূজা।

 ইংরেজ আমলের ঐতিহ্যবাহী ভূক্র্যাখালী কালী পূজা।


ময়না ব্লকের নৈছনপুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  ভূক্র্যাখালী কালী পূজা এ বছর ২১৮ তম বর্ষে পদার্পণ করেছে। ইংরেজ আমলে ১৮০৭ সালে সর্বপ্রথম মায়ের আরাধনা ও পূজা শুরু হয়। ওই সময় এলাকার নাম ছিল জালপাই। তৎকালীন সময় ইংরেজ সরকার ছোট ছোট জমিদারের মাধ্যমে শাসনব্যবস্থা পরিচালনা করত। এই এলাকার দাস বাবুদের মাধ্যমে শাসনব্যবস্থা পরিচালিত হত।   ১২১৩ বঙ্গাব্দে এই এলাকায় কলেরা রোগ  একপ্রকার মহামারী রূপ ধারণ করে। তাতে হাজার হাজার মানুষ মারা যায়। কলেরা রোগ থেকে বাঁচার জন্য এলাকার জমিদার বাবুরা অর্থাৎ দাস বাবুরা ১২১৩ বঙ্গাব্দে রামনবমী যোগে অষ্টমী তিথিতে শ্মশান কালী মায়ের আরাধনা ও পূজা পাঠ আরম্ভ করেন। সেই সময় থেকে জাগ্রত দেবী মা বিভিন্ন রূপে কখনো শ্মশান কালী, কখনো শ্যামা মা, কমলা, ধুমাবতী, ছিন্নমস্তা, বগলামুখী রূপে ভক্তদের মনস্কামনা অনুযায়ী ভক্তদের মনবাঞ্ছা পূরণ করে আসছেন এমনই মানুষের মধ্যে প্রচলিত। ১৩৫৯ বঙ্গাব্দ থেকে এই পূজা  ভুঁইয়া খালি গ্রামবাসীদের দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমান বছরে এই পূজা ২১৮ তম বর্ষে পদার্পণ করেছে। পূজা ও মেলা উৎসব দশ দিন ধরে চলবে। পূজার সমাপ্তি অনুষ্ঠান ১৩ই এপ্রিল ২০২৫ রবিবার।

Post a Comment

0 Comments