সমবায় নির্বাচনে ময়নায় তৃণমূলের ঐতিহাসিক জয়, খাতা খুলতেই পারল না বিজেপি-সিপিএম

 সমবায় নির্বাচনে ময়নায় তৃণমূলের ঐতিহাসিক জয়, খাতা খুলতেই পারল না বিজেপি-সিপিএম


ময়নার হাড়দুয়া চক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। ৫৬টি আসনের প্রতিটিতেই জয়লাভ করে তৃণমূল। একটিও আসন দখল করতে পারেনি বিজেপি ও সিপিএম।
রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয় ভোটগ্রহণ। মোট ভোটার ছিলেন প্রায় ১৩৫০ জন, যার মধ্যে ৯৪ শতাংশ ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি কেন্দ্রে চলে ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৫৯ সালে গঠিত এই সমবায় সমিতিতে এবারে তৃণমূল, বিজেপি ও সিপিএম—তিনটি রাজনৈতিক দলই মনোনয়ন জমা দেয়। তৃণমূল ও বিজেপি সব কটি আসনে প্রার্থী দেয়, সিপিএম মনোনয়ন দেয় ৯টি আসনে। তবে ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, তৃণমূল একচ্ছত্রভাবে দখল নিয়েছে সবকটি আসন।
নির্বাচনে জয়লাভের পর আবির মেখে উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সামন্ত বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের স্বার্থে যেভাবে কাজ করেছেন, এই ফলাফল তারই প্রতিফলন। এই জয় বুথস্তরে আমাদের কর্মীদের মনোবল আরও দৃঢ় করবে।

Post a Comment

0 Comments