বিজেপির ব্যানার খুলে নেওয়াকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, অভিযোগের তির তৃণমূলের দিকে।
আজ ১ লা জুলাই ময়নায় শুভেন্দু অধিকারীর পদ যাত্রা। রাজ্যে একাধিক জায়গায় নারী নির্যাতন ধর্ষণ খুন দুর্নীতির প্রতিবাদে ময়নার কলেজ মোড় থেকে ময়না বাইপাস প্রজন্ত মিছিল এ হাঁটবেন শুভেন্দু অধিকারী সহ জেলার একাধিক নেতা কর্মীরা।। তাই ৩০ জুন বিকেল থেকে ময়নার বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ব্যানার ফেস্টুন টাঙানো হয়। এক একটা ফেস্টুন এ শুভেন্দু অধিকারী, ময়নার বিধায়ক অশোক দিন্ডা ছবি, তার নিচে লেখা প্রচারে ময়না বিজেপি। আর একদিকে শুভেন্দু অধিকারী ও সাংসদ অভিজিৎ গাঙ্গুলির , জেলা সভাপতি মলয় সিনহার এর ছবি দিয়ে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার টাঙানো তার নিচে লেখা প্রচারে চন্দন মণ্ডল সহ আরো বেশ কিছু বিজেপি নেতার নাম লেখা পোস্টার।। যে ব্যানার পোস্টরে গুলিতে শুভেন্দু অধিকারী, সাংসদ অভিজিৎ গাঙ্গুলি ও জেলা সভাপতি মলয় সিনহার ছবি দিয়ে প্রচারে চন্দন মণ্ডল সহ একাধিক বিজেপি নেতার নাম দেওয়া ব্যানার ফেস্টুন ছিলো সেই সব ব্যানার রাত্রের অন্ধকারে কেউ বা কারা খুলে নিয়ে চলে যায়।। ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক অভিযোগ করেন রাত্রের অন্ধকারে কেউ বা কারা চন্দন মণ্ডল এর প্রচারে সমস্ত ব্যানার গুলি খুলে নিয়ে চলে গেছে অথচ বিজেপির প্রচারে ময়না দেওয়া ব্যানার গুলি আছে।। এটা তৃণমূলের কাজ।। বাকচা বিজেপির নেতা সুশান্ত মিদ্যা বলেন কে বা কারা এই ব্যানার গুলি খুলে নিয়ে চলে গেলো সেই ঘটনা কথা ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।। অন্য দিকে ময়না তৃণমূল নেতা শাজাহান আলি জানিয়েছেন ওটা বিজেপির গোষ্টি দ্বন্দ এর ফল।। তৃণমূল এই নোংরামি তে থাকে না। তৃণমূল উন্নয়নে থাকে।। আর তৃণমূল যদি ব্যানার খুলতো তাহলে বেছে বেছে চন্দন মণ্ডল এর দেওয়া ব্যানার গুলো খুলতো না।তবে ময়নায় বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা ব্যানার খুলে নিয়ে পালাচ্ছে।। এই প্রসঙ্গে ময়নার বিজেপির বিরোধী দলনেতা গৌতম গুরু জানান ব্যানার ছিঁড়েছে কিংবা ব্যানার কোথায় গিয়েছি দলীয় ভাবে আমাদের কাছে কোন খবর নেই। সকাল থেকে আমি দুবার বাইক নিয়ে ঘুরেছি, ব্যানার ছেড়ার মত কোন ঘটনা ঘটেনি। এই নিয়ে এখন ময়নায় রাজনীতি উত্তাল।
0 Comments