আবারও ময়নায় পথ দুর্ঘটনা।

 আবারও  ময়নায় পথ দুর্ঘটনা।


ময়না বলাইপন্ডা সড়ক রাস্তায় নতুন পুকুর সংলগ্ন এলাকায় এবার এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীদের বক্তব্যে জানা যায় বলাইপণ্ডা থেকে সত্যম শিবম সুন্দরম নামে একটি বেসরকারি বাস ময়না হয়ে তমলুকের দিকে যাচ্ছিল। নতুন পুকুর স্টপেজের কাছে বাসটি যাত্রী নামাচ্ছিল বলে জানা যায়। ঠিক সেই সময় পিছন থেকে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান  বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। মাছের গাড়ির বেশি ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে কোন ব্যক্তির কোন ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ময়না থানার পুলিশ গিয়ে ক্রেন দিয়ে মাছের গাড়িকে ময়না থানায় নিয়ে যায়। তবে ওই এলাকায় এখন মেলা চলছিল। বেশ কয়েকদিন ধরে এলাকায় লোকে লোকারণ্য। তবে এই দুর্ঘটনা যদি বড়সড়ো ভাবে হত, তাহলে অনেক ক্ষতি হতো বলে মনে করা হচ্ছে। তবে ময়নায় এ ধরনের  দুর্ঘটনা বার বার ঘটায়, চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়।

Post a Comment

0 Comments