কাঁথির দারুয়াতে প্রকাশ্যে প্রতিবাদ মিছিল। কন্টাই ইয়ুথ ইথেহাদ সোসাইটি'র উদ্যোগে বর্তমান কেন্দ্রীয় সরকারের ওয়াকাপ সংশোধনি আইন প্রত্যাহারের দাবিতে এক বিরাট প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ওয়াকফ সংশোধনী বিল ইতি মধ্যেই পাস হয়েছে। এই সংশোধনী বিল পাস হওয়ার পরে বিরোধিতা করতে দেখা গেছে রাজ্য সরকারকে। মূলত, এ রাজ্য সংখ্যালঘুরা মনে করছেন কেন্দ্র সরকার এই নতুন আইন পাস করার পর তাদের অবস্থান খর্ব করা হলো। আর সেই কারণেই যেদিন বেশ কয়েকটি দাবিসহ ওই সংশোধনী বিল বাতিলের আহবানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। অবিলম্বে আইন প্রত্যাহার না করলে আমরা বৃহত্তর আন্দোলনের যাব বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রখ্যাত আইনজীবী মনজুর রহমান খান। তিনি আরও জানিয়েছেন, ওয়াকফ সংশোধনী একটি কালা কানুন। এই বিলকে কোনভাবেই মেনে নেওয়া যাবে না। আরএসএস এর চক্রান্তে বিজেপি সরকার এই বিল চালু করতে চায়। আমরা মানবো না। তাই আমাদের প্রতিবাদ চলছে। কাঁথি-সহ সারা দেশ জুড়ে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে দাবি করেন প্রখ্যাত আইনজীবী মনজুর রহমান খান। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তেহেরান হোসেন, বিশিষ্ট সমাজকর্মী নূর ইসলাম প্রমুখ।
0 Comments