ময়নায় দ্বারকামারা হোলির শুভ সূচনা। দ্বারকামারা হোলির নাম কিভাবে এলো।

 ময়নায় দ্বারকামারা হোলির শুভ সূচনা। দ্বারকামারা হোলির নাম কিভাবে এলো। 


ময়না ব্লকের অন্তর্গত নৈছনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন দেউলী গ্রামে অবস্থিত এই দ্বারকামারা হোলি। গতকাল এখানে বিন্দুবাসিনী পূজার শুভ সূচনা হল। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ফিতে কেটে এই পুজোর শুভ সূচনা করেন। এরপর প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে  পুজোর উদ্বোধন হল। এই জায়গার নাম কেন দারগামারা হোলি দেওয়া হল , তা জানালেন এক পূজা উদ্যোক্তা। এই পূজা এ বছর ১৫১ তম বর্ষে পদার্পণ করেছে। এখানকার বিশেষ আকর্ষণ চাঁচুড়ী বা ন্যাড়া পোড়া অনুষ্ঠান। যা বছরের পর বছর হয়ে আসছে। গতকাল এই চাঁচুড়ি অনুষ্ঠিত হয়। এছাড়া দোল উপলক্ষে শামচাঁদ জিউ এবং রঘুনাথ জিউর আগমন হয়। পূজা উপলক্ষে বেশ কয়েকদিন ধরে ভাগবত পাঠ , কীর্তন গান, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেই যাত্রাকে কেন্দ্র করে ব্রিটিশ আমলে এই দ্বারকামারা হোলির নামকরণ হয়েছিল , এই কারণে কয়েকদিন ব্যাপী যাত্রারও আয়োজন করা হয়। এলাকার ৬ থেকে ৭ টি গ্রামের মানুষের আর্থিক সহায়তা এবং সহযোগিতায় এই অনুষ্ঠান বছরের পর বছর হয়ে আসছে। কি ভাবে দেউলী দ্বারকামারা  হোলি নামটি এল তা বিস্তারিত জানালেন পূজা উদ্যোক্তাদের এক সদস্য। সময়টা ছিল ১৯০৫ সাল। তখন ব্রিটিশ শাসন চলছিল। সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল। তখনকার বিশেষ আইন নিশা আইন যা রাত্রি কালিনীর জন্য প্রযোজ্য ছিল। এই নিয়ম অনুযায়ী এক সঙ্গে ১০ জনের বেশি লোক জমায়েত হওয়া যায় না। কিন্তু এখানকার ঐতিহ্য সেই যাত্রাপালা তখন হচ্ছিল। আর সেই যাত্রা শোনার জন্য অনেক মানুষ একসঙ্গে জমায়েত হয়েছিল যা ১০ এর অনেক বেশি। যার ফলে ব্রিটিশ পুলিশ এলাকার মানুষদের উপর প্রহার করে। যার ফলে স্থানীয় মানুষরা উত্তেজিত হয়ে ব্রিটিশ পুলিশের উপর চড়াও হয় এবং ব্রিটিশ পুলিশকে প্রচুর মারধর করা হয়। যার ফলে একজন পুলিশ মারা যায় বলে জানা যায়। সেই থেকে এই জায়গার নাম হয় দ্বারকামারা হোলি।

Post a Comment

0 Comments