*** ট্রাফিক *** দিলীপ কুমার পাত্র
বাবার মাথায় হেলমেট থাকে
ছেলের মাথায় কই
দুর্ঘটনা ঘটছে তবু
আমরা সজাগ নই!
গতি নিয়ে চালাও বাইক
হেলমেট ছাড়া ভাই
দুর্ঘটনা ঘটলে পরে
সাড়া কেন নাই?
তাড়াহুড়ো করবে না তো
দেখে চলো পথ
সজাগ হলে রক্ষা পাবে
গুণীজনের মত।
লাল বাতিটা দেখলে পরে
চুপ করে দাঁড়াও
সবুজ বাতি জ্বললে পরে
গতি নিয়ে যাও।
দ্রুত গতিতে বাইক নয়
দূর কর সব ভ্রম
হর্ণটা দিয়ে সজাগ করে
করবে অতিক্রম।
0 Comments