** ট্রাফিক বিধি ** দিলীপ কুমার পাত্র
হেলমেট ছাড়া চড়বো না তো
শখের ওই বাইকে
দুজন নিয়ে চললে পরে
করবে আমায় দায়ী কে?
গাড়ির গতি রাখবো যে ভাই
চল্লিশের আশপাশে
ট্রাফিক বিধি মেনে যাবো
বাড়ি স্কুল অফিসে।
প্রবল বর্ষণ কুয়াশাতে
হেডলাইট টা জ্বালাই
টার্নিং এতে হর্ণ দিয়ে তো
মন্থরে তে চালাই।
জোরে বাইক চালাবো না
দিনে কিংবা রাতে
সিগন্যাল মোরা ভাঙবো না
কোনও অজুহাতে।
মোবাইলটা বাজলে তবু
ধরবো না তো হাতে
ট্রাফিক বিধি মানবো মোরা
দিনে কিংবা রাতে।
নিজের বিপদ ডাকবো না
এখন জেনে বুঝে
ট্রাফিক বিধির নিয়ম গুলো
নেবো সবাই খুঁজে।
0 Comments