নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মীরগোদা লঙ্কেশ্বরীতে।

 নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী  শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মীরগোদা লঙ্কেশ্বরীতে।



দীঘা সমুদ্র সৈকতের অদূরে নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী  শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মীরগোদা লঙ্কেশ্বরীতে।নৌকায় করে দেবী লঙ্কেশ্বরী  শ্রীলঙ্কা থেকে আসেন দীঘার অদূরে মীরগোদা লঙ্কেশ্বরীতে।লঙ্কেশ্বরী মা কীভাবে এলেন দিঘায়, ২০০০ বছর আগের ইতিহাস দিঘার মন্দিরে লঙ্কেশ্বরী মায়ের ইতিহাস বহু প্রাচীন। ইতিহাস প্রচলিত কাহিনী ও পৌরাণিক ইতিবৃত্তের সংমিশ্রণ লঙ্কেশ্বরীকে মহিমান্বিত করেছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী রামনগরে মিরগোদায় অবস্থিত এই মন্দির। এই দেবী শ্রীলঙ্কার অধিষ্ঠাত্রী দেবীরূপে পূজিত হন এখানে।কথায় আছে লঙ্কাধিপতি রাবণের উপর রুষ্ট হয়ে লঙ্কেশ্বরী দেবী চলে আসেন এখানে। রাবনের সীতা হরণ সহ নানা অন্যায় কাজে অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হন এবং লঙ্কা ছেড়ে একটি সুন্দর নৌকায় করে এখানে চলে আসেন। ১৫০০- থেকে ২০০০ বছর আগে এখানে সমুদ্র ছিল যার কিছু প্রমাণ এখনও রয়েছে।প্রায় পাঁচশো বছর আগে কালাপাহাড়ের আক্রমণে প্রাচীন মন্দিরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় পরবর্তীকালে সাধারণ এক মন্দির নির্মিত হয়।


Post a Comment

0 Comments