পরমানন্দপুর শ্রী শ্রী কালী মাতা পুজোৎসবের শুভ সূচনা

 পরমানন্দপুর শ্রী শ্রী কালী মাতা পুজোৎসবের শুভ সূচনা


ময়নার পরমানন্দপুর গ্রামে অবস্থিত শ্রীশ্রী কালী মাতার পুজোৎসবের শুভ সূচনা হল গতকাল। এই পুজোর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তমলুকের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজ স্বামী প্রভুপাদ আনন্দ মহারাজ। এছাড়া একদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃনাল কান্তি সামন্ত , ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র , প্রাক্তন প্রধান শিক্ষক হৃষিকেশ দিন্ডা , ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা , এলাকার পঞ্চায়েত সদস্য সুব্রত মালাকার ময়না পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজয়াসীস ঘটক সব অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। ফিতে কেটে পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মহারাজ স্বামী প্রভুপাদ আনন্দ মহারাজ। জানা যায় এই পুজো উপলক্ষে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া শেষ দিন অন্ন প্রসাদেরও ব্যবস্থা রয়েছে বলে জানা গিয়েছে। পুজোর এই কটা দিন এলাকার মানুষ একযোগে আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আনন্দ উপভোগ করে ।

Post a Comment

0 Comments