ময়নায় পথ দুর্ঘটনায় মৃত ১ এবং আহত ১

 ময়নায় পথ দুর্ঘটনায় মৃত ১ এবং আহত ১ 


 রবিবার ভোর রাতের ঘটনা । ঘটনাটি ঘটেছে ময়না বলাইপন্ডা সড়ক রাস্তায় দরবারের মোড় এলাকায়। জানা যায় ময়নার অন্নপূর্ণার এলাকার দিক থেকে ময়নার দিকে বাবা ও মেয়ে বাইকে চেপে আসছিল ভোর নাগাদ । দরবারের মোড়ের কাছে পথচারী কিংবা এলাকাবাসীর অলক্ষ্যে নিজের বাইকে চাপা অবস্থায় বাবা ও মেয়ে দুজনেই রাস্তার ধারে ট্রান্সফরমারের কাছে পড়ে থাকতে দেখা যায়। সকালে এলাকার মানুষ ঘুম থেকে উঠলে,  এরকম অবস্থা দেখলে তড়ি ঘড়ি উদ্ধার করে এলাকার মানুষ দুজনকেই গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেয়। জানা যায় ততক্ষণে মেয়েটি মারা গিয়েছে। মেয়েটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। জানা যায় ওই ব্যক্তির বাড়ি নন্দকুমার থানার অন্তর্গত বোর গোদার গোদা এলাকায়। ওই ব্যক্তির নাম বুদ্ধদেব হাজরা। আনুমানিক বয়স ৪০-৪২ বছর। জানা যায় বুদ্ধদেব হাজরা ময়নার উত্তর চংরাচক গ্রামে শ্বশুরবাড়ি এসেছিল মেয়েকে নিয়ে। ভোর রাতে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।  বুদ্ধদেব হাজরাকে গুরুতর অবস্থায় তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে ,সেই এলাকার মানুষের দাবি , সেখানে রাস্তায় বিশাল টার্নিং রয়েছে, যার ফলে এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন সূরাহা হয়নি বলে জানান এলাকাবাসী। ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দরবারের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঐ এলাকায় উপপ্রধান গৌতম দরবারের বাড়ি হওযায় ঘটনাস্থলে ছুটে যায়, গৌতম বাবু। তার ততপরতায় তড়িঘড়ি করে দুজনকে গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  প্রথমে পাঠানো হয়। এই একই জায়গায় বারবার দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post a Comment

0 Comments