তমলুকেও ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

 তমলুকেও ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।


পূর্ব মেদিনীপুরের ডিআই অফিসার পলাশ রায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা বিক্ষোভকারীরা। ডি আই এর কাছে সদুত্তর না পেয়ে, ডিআই-কে সঙ্গে নিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন কয়েক হাজার শিক্ষক, শিক্ষিকারা। ডিআই অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তাঁদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? এমন স্লোগান দিয়ে অফিসের তালা লাগিয়ে ডিআই অফিসের সামনেই ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সকাল প্রায় এগারোটা নাগাদ  হলদিয়া মেচেদা রাজ্য সড়কের মানিকতলা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বেশ কিছু সময় পর তারা তাদের দাবি-দাওয়া লিখিত আকারে ডেপুটেশন দেন জেলা ডি আই অফিসার পলাশ রায়ের হাতে। এরপর সেখান থেকে মিছিল করে হাসপাতাল মোড় হয়ে নন্দকুমার মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আগামী দিনে তাদের চাকরি ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 
এদিন বিক্ষোভকারী এক শিক্ষিকা বলেন, 
যতদিন না যোগ্য অযোগ্য বিচার করে ওয়েবসাইটে দেওয়া হবে, আমাদের সসম্মানে চাকরি না ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন এই ধরনের বিক্ষোভ আন্দোলন চলতে থাকবে। আমরা কোন ভলেন্টিয়ার নয় আমরা বহু কষ্টে অনেকদিন পড়াশোনা করে এই চাকরি পেয়েছি তাই আমরা ভলেন্টারি সার্ভিস দিতে পারব না। যদি আমাদের কখনো অযোগ্য প্রমাণ করতে পারে তখন আমরা হাসতে হাসতে চাকরি ছেড়ে বেরিয়ে যাব।

Post a Comment

0 Comments