নিউ স্টার ক্লাবের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন ও বিশেষ সংবর্ধনা সভা।
ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সৌমেন করের উদ্যোগে ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের পরিচালনায় ময়না ইংলিশ মঞ্চের সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন ও বিশেষ সংবর্ধনা সভা ২০২৫ অনুষ্ঠিত হল । সোমবার বিকাল ৪ টায় কলাগেছিয়া হাই স্কুলের অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ময়না ব্লকের বি এম ও এইচ দেবরাজ দাস, কলাগেছিয়া গ্রামের কৃতি ছাত্রী তথা ডঃ পূজা মাইতি, গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ক্লাবের সহ-সভাপতি সৌমেন কর, মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি, কিয়ারানা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রাক্তন শিক্ষক আলোক মাইতি, ময়নায় রক্তদান আন্দোলনের কান্ডারী তথা ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের শিক্ষক লক্ষণ চন্দ্র মাইতি, ময়না ইংলিশ মঞ্চের প্রধান পরীক্ষক তথা চংরাচক জগদীস্মৃতি বিদ্যাপীঠ এর ইংরেজির শিক্ষক পরিতোষ মাজী, ময়না ইংলিশ মঞ্চের কনভেনার তথা শ্রীকান্তপুর জুনিয়র হাই স্কুলের ইংরেজির শিক্ষক বিকাশ চন্দ্র কর, দক্ষিণ অনুখা হাইস্কুলের শিক্ষক অতনু বাবু, ক্লাবের সম্পাদক সন্দীপ কর, সংস্কৃতিক সম্পাদক প্রদীপ কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিন ক্লাবের উদ্যোগে গোজিনা গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ চিকিৎসক, আশা দিদি মনি সহ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যাক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুলের দুইজন প্রাক্তন শিক্ষক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি মহাশয়কে এবং আলোক মাইতি মহাশয়কে সংবর্ধনা দেওয়া হয়। প্রাথমিকে রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতায় সফল কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয় ছাত্র সুস্নাত ঘোড়াই, গোজিনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা শীল, কলাগেছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় ছাত্রীর দীপাঞ্জনা ভক্তাকে সংবর্ধনা দেওয়া হয়। ময়না ব্লকের বি এম ও এইচ দেবরাজ দাস মহাশয়ের স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে।
0 Comments