ময়নার আড়ং কিয়ারানায় আট দেবী পূজা।

 ময়নার আড়ং কিয়ারানায় আট দেবী পূজা।

ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ং কিয়ারানা গ্রামে শ্রী শ্রী আট দেবী পূজা অনুষ্ঠিত হল। পরিচালনায় আট দেবী পূজা কমিটি। ব্যবস্থাপনায় আড়ং কিয়ারানা ও ইজমালিচক গ্রামবাসী বৃন্দ। আজ থেকে 378 বছর পূর্বে এই পূজার শুভ সূচনা হয়। পূজার সঙ্গে অনেক অলৌকিক ঘটনা জড়িয়ে আছে। আজও লোকমুখে  মা আট দেবীর অলৌকিক ঘটনার কথা শোনা যায়। এবছর  মা আট দেবীর পূজা উপলক্ষে চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। উনিশে এপ্রিল শনিবার থেকে বাইশে এপ্রিল মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠান চলবে। আগামীকাল বিকাল চারটায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা রয়েছে। প্রথম পুরস্কার একটি পিতলের থালা। দ্বিতীয় পুরস্কার একটি পিতলের বালতি। তৃতীয় পুরস্কার একটি পিতলের গামলা। এছাড়াও কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে প্রত্যেক প্রতিযোগীকে দৃষ্টিনন্দন পুরস্কার দেওয়া হবে। পুজো ও অনুষ্ঠান প্রসঙ্গে আট দেবী পূজা কমিটির সদস্যগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের।


Post a Comment

0 Comments