সুপ্রিম কোর্টের রায়ে আশ্বস্ত হতে পারছে না সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীরা। গণস্বাক্ষর এবং শান্তিপূর্ণ মিছিল তমলুকে।
সদ্য চাকরিহারা শিক্ষকদের ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। শীর্ষ আদালতের রায় আশ্বস্ত হতে পারছে না যোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে মানিকতলা মোড় থেকে ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও পথসভা করে শুক্রবার বিকালে। তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত ২০১৬র এসএসসির নিযুক্ত যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষা কর্মীরা পায়ে হেঁটে শান্তিপূর্ণ মিছিল করেন। স্বাক্ষর সংগ্রহ করে। শীর্ষ আদালতের রায়ে যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে নারাজ। ৩১শে ডিসেম্বরের পরে কি হবে তা কি করে জানবো। অতএব যোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মীদের অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে। সরকারকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সাধারণ মানুষের কাছ থেকে কোন স্বাক্ষর করে রাজ্যপালকে জমা দেওয়া হবে। তারই দাবিতে আজকের এই শান্তিপূর্ণ মিছিল।
0 Comments