ময়নার ঢেউ ভাঙ্গায় নৌকো পাড়াবার করতে গিয়ে বজ্রাঘাতের প্রকোপে জলে পড়ে নিখোঁজ মাঝি।

 ময়নার ঢেউ ভাঙ্গায় নৌকো পাড়াবার করতে গিয়ে বজ্রাঘাতের প্রকোপে জলে পড়ে নিখোঁজ মাঝি।


ঘটনাটি ঘটেছে আজ দুপুর একটা নাগাদ। জানা যায় ওই মাঝির নাম তন্ময় বর্মন, বয়স আনুমানিক ২১ বছর। পিতার নাম সন্দীপ বর্মন। জানা যায় ময়নার ঢেউভাঙ্গা এলাকা অর্থাৎ যেখানে হলদি,কংসাবতী এবং কেলেঘাই তিনটি নদীর সংযোগস্থল, সেখানে প্রত্যেকদিনের মত নৌকো নিয়ে যাত্রী পারাপার করছিল তন্ময়। হঠাৎই আজ দুপুর নাগাদ আকাশে মেঘ হয়ে বজ্রপাত বৃষ্টিপাত হয়। আর যার ফলে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। এলাকার মানুষরা জানান নৌকা নিয়ে খেয়া পারাপার করার সময় হঠাৎই বজ্রপাত হওয়ার ফলেই মাঝি নৌকো থেকে জলে পড়ে যায়। নৌকোতে থাকা কয়েকজন নৌকোতে বসে পড়ে। পরে যাত্রীদের উদ্ধার করা হলেও, নৌকার মাঝি তন্ময় কে শেষ খবর পাওয়া পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ঘটনার সময় নদীতে খুব জোয়ার ছিল যার ফলে এই বিপত্তি বলে জানা যায়। ময়না থানার অন্তর্গত নৈছনপুর দু'নম্বর অঞ্চলে অবস্থিত নারিকেলদাহা গ্রামে এই তন্ময় বর্মনের বাড়ি। এলাকার পক্ষ থেকে প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার ওসি সোমনাথ সিট, নৈছনপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিয়ালী দাস গুছাইত, জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক সহ অন্যান্য প্রশাসনিক নেতৃত্বরা। তার পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post a Comment

0 Comments