বিবেকানন্দ স্টাডি সেন্টারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।।
ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাশমচক প্রাথমিক বিদ্যালয় এর নিকট বিবেকানন্দ স্টাডি সেন্টারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বহু বছর ধরে এলাকায় বিবেকানন্দ স্টাডি সেন্টার দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করে আসছে। এই সেন্টারের শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমস্ত ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করেছে। এদের মধ্যে এই সেন্টারের দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রিয়া বেরা ৪৩৭ ও পায়েল মান্না ৪৩৬ নম্বর পেয়েছে এবং তিনজন লেটার মার্ক ও ১২ জন ফাস্ট ডিভিশন নম্বর পেয়ে এই সেন্টারকে আলোকিত করেছে।গতকাল বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীছাড়াও এই দিন কোচিং সেন্টারের বিভিন্ন ক্লাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কৃতি ছাত্র-ছাত্রী ও সেন্টারে ক্লাসে ৮৫% এর উপর উপস্থিতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।এই কোচিং সেন্টারের উদ্যোগে বিগত দিনে অনুষ্ঠিত ট্যালেন্ট সার্চ পরীক্ষা ময়নার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ বছরও ট্যালেন্ট সার্চ পরীক্ষার ফরম ফিলাপ চলছে। বিভিন্ন স্কুলগুলিতে ফর্ম দেওয়া হয়েছে, স্কুল গুলোর মাধ্যমে ফর্ম ফিলাপ চলছে। তবে ছাত্রছাত্রীরা চাইলে কোচিং সেন্টার এবং ময়না স্টেট ব্যাংকের পাশে নিউ বাণী মন্দির বই দোকানে এসে ফর্ম ফিলাপ করতে পারেন। এই প্রসঙ্গে কোচিং সেন্টারের কর্ণধার মিলন মান্না মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের।
0 Comments