নিউ ষ্টার ক্লাবের রবীন্দ্র জয়ন্তী উদযাপন।

 নিউ ষ্টার ক্লাবের রবীন্দ্র জয়ন্তী উদযাপন।


ময়না ব্লকে শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় সারা বছর ধরে যে সমস্ত ক্লাব অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে সেই  সমস্ত ক্লাবগুলোর মধ্যে অন্যতম ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাব। গত ২৫ শে বৈশাখ ময়না কলাগেছিয়া নিউ স্টার ক্লাবের পরিচালনায় কলাগেছিয়া হাই স্কুলের অডিটোরিয়াম হলে রবীন্দ্রজয়ন্তী দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কলাগেছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস, কলাগেছিয়া হাই স্কুলের শিক্ষক সৌমেন মন্ডল,মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি, চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের ইংরেজি বিভাগের শিক্ষক পরিতোষ মাজী, ভগবানপুর ব্লকের শ্রীকান্তপুর জুনিয়র হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্র কর, দক্ষিণ আনুখা হাই স্কুলের শিক্ষক অতনু দাস, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ,গোজিনার উপ প্রধান সৌমেন কর, কলাগেছিয়া হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি সুজিত কুমার ভৌমিক, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দ কর, গোজিনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কর,সমাজসেবী সুজিত বেরা, রক্তদান আন্দোলনের  কর্মী লক্ষণ চন্দ্র মাইতি, ধানক্ষেত পত্রিকার প্রতিনিধি সনাতন দাস গজেন্দ্র মহাপাত্র ,ক্লাবের সভাপতি বিবেকানন্দ কর, সম্পাদক সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিন সকাল দশটায়  রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করার পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা ঘটে। রক্তদান শিবিরে ৩৭ জন মহান রক্তদাতা রক্ত দান করেন। বিকাল তিনটায়  ময়না কলাগেছিয়া নিউ ষ্টার ক্লাবের পরিচালনায় ময়না ইংলিশ মঞ্চের সহযোগিতায় অনুষ্ঠিত রবীন্দ্রনাথ টেগোর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সজামিনেশন ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Post a Comment

0 Comments