কথায় আছে জলের অপর নাম জীবন। জল ছাড়া জীব কুল বাঁচতে পারে না। সেই জলের জন্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন ময়না ব্লকের ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের গড় ময়না গ্রামের কয়েকটি পরিবারের মানুষজন। কয়েক সপ্তাহ আগে এক ব্যক্তির প্রাচীর তৈরীর জন্য আট বছর পূর্বে বসানো সরকারি পাইপলাইন কাটা হয়। বর্তমান সময়ে পুনরায় পাইপলাইন সংযোগ না হওয়ার কারণে গড় ময়না গ্রামের কয়েকটি পরিবার আজও দূর থেকে জল এনে খাচ্ছেন। এখন দেখার বিষয় প্রশাসনের সহযোগিতায় কত দ্রুত মানুষের পানীয় জলের সমস্যার সমাধান হয়।
0 Comments