ময়নার কালিকাদাড়ি বনকুমার জীউ মন্দিরের ভিত্তি স্থাপন
অলৌকিক ঘটনায় মোড়া ময়নার নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের কালিকাদাড়ি বনকুমার জীউ মন্দির। কয়েকশো বছরের প্রাচীন এই মন্দিরের মাহাত্ম্য পূর্ব মেদিনীপুর জেলার বাইরেও রয়েছে। বছরের বিভিন্ন সময়ে বহুদূরান্ত থেকে ভক্তগণ এই মন্দিরে পুজো দিতে আসেন। কিছুদিন আগে প্রাচীন মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে। আজ নতুন মন্দির নির্মাণের ভিত্তি স্থাপন হল। জানা গেছে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে নতুন মন্দির নির্মাণ হতে চলেছে। মন্দির নির্মাণ করতে এক বছরের মত সময় লাগবে । মন্দির নির্মাণ করতে বিপুল খরচ। তাই মন্দির উন্নয়ন কমিটির সকলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন।
0 Comments