শুক্রবার দলের ময়না লোকাল কমিটির ডাকে এই মিছিল অনুষ্ঠিত হয়। ময়নার মুখ থেকে শুরু হয়ে এ দিনের মিছিলটি ময়না বাজার পরিক্রমা করে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মদন সামন্ত, জগদীশ মাইতি,সুব্রত বাগ, সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ। জগদীশ মাইতি বলেন, তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির কারণে রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী চাকরি হারিয়েছেন। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার কারণে এখনো যোগ্য অযোগ্য বাছাই না করার কারণে যোগ্য শিক্ষকদের চাকরি আজ অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে যোগ্যদের কাজে ফেরানো নিশ্চিত করার দাবিতে গত ১০ দিন ধরে বিকাশ ভবনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষা কর্মীরা। কিন্তু গতকাল যেভাবে পুলিশ এবং তৃণমূলের দুষ্কৃতী বাহিনী শিক্ষকদের উপর আক্রমণ করেছে তা এক কথায় নজিরবিহীন। বহু শিক্ষকের মাথা ফেটেছে পা ভেঙেছে চোখ নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের সকলকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাই শিক্ষকদের উপর হামলাকারী পুলিশ অফিসারদের শাস্তি প্রদান এবং যোগ্য শিক্ষকদের অবিলম্বে কাজে ফেরানোর দাবিতে এদিনের মিছিল অনুষ্ঠিত হয়। সর্বস্তরের সাধারণ মানুষকে শিক্ষকদের আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়।
0 Comments