** মধু খেলে** দিলীপ কুমার পাত্র
** মধু খেলে** দিলীপ কুমার পাত্র
মৌচাকে তে থাকে মধু
মৌয়াল সেটা আনে
মধুর কত আছে যে গুণ
কয়জনে তা জানে?
মধু খেলে রোগ প্রতিরোধ
ভীষণ রকম বাড়ে
তাহলে তো খেতেই হবে
না খেয়ে কেউ পারে?
প্রলেপটা দেয় দেহের ক্ষতে
আর যে মুখের ঘায়ে
হৃদরোগেরও কমায় ঝুঁকি
পোড়া কত ঘায়ে ।
দাঁতের ব্যথায় ,বাতের ব্যথায়
দারুণ যে উপশম
প্রতিরোধ করে কর্কট ব্যাধি
কাটুক যত ওই ভ্রম ।
দুর করে কোষ্ঠকাঠিন্য
হজমটাকে বাড়ায়
ওজন কমায় চর্বি ঝরায়
পাশে এসে দাঁড়ায়।
অরুচি কে করে দমন
ভুলায় শ্বাসের কষ্ট
সর্দি কাশি যায় তো সেরে
বলছে সবাই স্পষ্ট।
0 Comments